বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :
পাহাড়ি জঙ্গলে লাগল আগুন। আগুন নেভাতে তৎপর বন কর্মীরা। সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন গ্রামবাসীরা।
বলরামপুর থানার বেড়সা গ্রাম সংলগ্ন বেড়সা পাহাড়ে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে ভয়াবহ আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে আগুন লাগার ঘটনা বুঝতে না পারলেও রাতের দিকে আগুনের তীব্রতা বাড়তে থাকে, তখনই বিষয়টি গ্রামের মানুষজনের নজরে আসে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনবিভাগের কর্মীরা। দমকল বিভাগকেও বিষয়টি জানানো হয়। কিন্তু যে জায়গায় আগুন লেগেছে সেখানে দমকল পৌঁছানো সম্ভব নয়। বনদপ্তরের কর্মী, ‘হুলা পার্টি’র সদস্য এবং গ্রামবাসীদের যৌথ প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনো প্রাকৃতিক কারনে আগুন লেগে থাকতে পারে।
পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ জানান, পুরুলিয়া জেলার একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটছে। ওই সমস্ত জায়গা গুলিতে বনদপ্তর এর কর্মীরা আগুন নেভানোর কাজে মোতায়েন রয়েছেন। বনদপ্তরের তরফ থেকে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে ।
Post Comment