নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :
আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিন ব্যক্তির খড়ের গাদা। ঘটনা শুক্রবার বাঘমুণ্ডি থানার ভুরসু গ্রামে। পুলিশ জানিয়েছে অগ্নিকাণ্ডের জেরে স্থানীয় বাসিন্দা যজ্ঞেশ্বর কুমার, জিষ্ণু কুমার ও বিক্রম কুমারের খড়ের গাদা ছাই হয়ে যায়৷ খবর পেয়ে আসে পুলিশ ও দমকল। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।










Post Comment