বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
হঠাৎ করে আগুন লেগে গেল পুরুলিয়া জেলা স্বাস্থ্য ভবনে। সোমবার ওই অগ্নিকাণ্ডে আতঙ্কে অফিস থেকে বেরিয়ে পড়েন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য কর্মীরা। জেলা স্বাস্থ্য ভবনের বাইরে থাকা আবর্জনাতে সোমবার দুপুরে হঠাৎই আবর্জনার স্তূপে আগুন লেগে যায়। তারপরই ছড়িয়ে পড়ে আগুন। স্বাস্থ্য দপ্তর দ্রুত দমকলকে খবর দেয়। পুরুলিয়া দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টাউন থানার আইসি শিবনাথ পাল। এই ঘটনায় স্বাস্থ্য ভবনের একটি দরজা এবং প্রধান বিদ্যুৎ সরবরাহ করা তার ক্ষতিগ্রস্ত হয়। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।
Post Comment