insta logo
Loading ...

বৈদ্যুতিক স্তম্ভে আগুন,পুরুলিয়া শহরের বি টি সরকার রোডে চাঞ্চল্য

বৈদ্যুতিক স্তম্ভে আগুন,পুরুলিয়া শহরের বি টি সরকার রোডে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


শহর পুরুলিয়ার বি টি সরকার রোডের বৈদ্যুতিক স্তম্ভে আচমকায় আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সকালের দিকে বৈদ্যুতিক স্তম্ভে থাকা যত্রতত্র তারে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক তৈরি হয় ওই এলাকায়। তবে এই ঘটনা নতুন নয়। পুরুলিয়া শহরের বিভিন্ন বৈদ্যুতিক স্তম্ভেই এমন ঘটনা অতীতে একাধিকবার ঘটেছে। কিন্তু হুঁশ ফেরেনি বিদ্যুৎ দপ্তরের। এই পুর শহরের এমন ঘটনায় পুরুলিয়া পুর কর্তৃপক্ষ বিদ্যুৎ দপ্তরের নজরে আনলেও তারা কোনো হেলদোল দেখাননি বলে অভিযোগ। পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, বিষয়টি দেখা হচ্ছে। শহর পুরুলিয়া জুড়ে এমন ছবি সবচেয়ে বেশি রয়েছে চাইবাসা রোড, বি টি সরকার রোডে। এমনকি কাপড়গলি এলাকাতেও। ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Post Comment