নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বিখ্যাত হিন্দি সিনেমা দ্য বার্নিং ট্রেনের কথা মনে করিয়ে হঠাৎই চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড। ঘটনাকে ঘিরে প্রচণ্ড ভীত যাত্রীরা।

১৮১৮৪ বকসার-টাটা-এক্সপ্রেসে ধরল আগুন। ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের পুরুলিয়া – আদ্রা রেলপথে ছড়রা পেরিয়ে লেদাবেড়া এলাকায়। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড তা বুঝতে পারছেন না যাত্রীরা। তারাও হঠাৎই জানতে পারেন ট্রেনের মধ্যে আগুন লেগে গিয়েছে। জেনারেল কামরার শৌচাগারে এই আগুন লেগেছে বলে জানিয়েছেন এক যাত্রী।

ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বর্তমানে পরিস্থিতি আয়ত্তাধীন বলে জানিয়েছে রেল।
রেল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে:
ট্রেন নম্বর ১৮১৮৪ (বক্সার-টাটা এক্সপ্রেস)-এ অগ্নিকাণ্ডের ঘটনা – ০৫.০৩.২৫
• এই ঘটনা ০৫.০৩.২৫ তারিখে বিকেল ৩.২০তে বক্সার-টাটা এক্সপ্রেস (ট্রেন নম্বর ১৮১৮৪)-এ কুস্তাউর এবং ছড়রা স্টেশনের মাঝে (কিমি ৩১৪/১০), আসানসোল-পুরুলিয়া ডাবল লাইনে ঘটে।
• ছড়রা স্টেশনের গেটম্যান ট্রেনের ৬ নম্বর কোচের শৌচাগারে ধোঁয়া দেখতে পান এবং তা বিকেল ৩.২০তে রেল কর্তৃপক্ষকে জানান।
• পুরুলিয়া দমকল বিভাগ-কে বিকেল ৩টা ২৫ এ অবহিত করা হয়।
• সতর্কতা হিসেবে ওভারহেড ইলেকট্রিক (OHE) লাইনের বিদ্যুৎ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়।
• রেলওয়ে কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে, এবং বিকেল ৩টা৪৫ এর মধ্যে ক্ষতিগ্রস্ত কোচটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়।
• TXR (ট্রেন এক্সামিনার) দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য।
• ঘটনায় কোনো যাত্রী আহত বা ক্ষতিগ্রস্ত হননি।
• অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Post Comment