insta logo
Loading ...
×

পুকুরের জলে দাউ দাউ আগুন, চাঞ্চল্য শহরে

পুকুরের জলে দাউ দাউ আগুন, চাঞ্চল্য শহরে

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

পুকুরের ভিতরেই লেগে গেলো ভয়াবহ আগুন। চমকে দেওয়া ঘটনা শুক্রবার পুরুলিয়া শহরের ৭ নম্বর এবং ৮নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী রামবাঁধ পাড়া এলাকার রাম বাঁধে। পুকুরে আগুন দেখতে পান এলাকাবাসী । ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এলাকাবাসীরা খবর দেন পুরুলিয়া দমকল বিভাগে ।পুরুলিয়া দমকল বিভাগের একটি ইঞ্জিন সহ কর্মীরা কিছুক্ষণের মধ্যে পৌঁছান ঘটনাস্থলে । পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশও। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসীর দাবি, পুকুরটি আবর্জনায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাই বর্ষার আগে ওই পুকুরটি সংস্কার করার দাবিও জানিয়েছেন এলাকাবাসীরা।

Post Comment