নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
খামার বাড়িতে খড়ে আচমকা আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো বলরামপুরে। বড় উরমা গ্রাম পঞ্চায়েতের সাগমা গ্রামের তুলা মাঝির বাড়ির খামারে ধান জড়ো করে রাখা ছিল। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ হঠাৎ কোনভাবে ওই খড়ে আগুন লেগে যায়। এই ঘটনা কানে যেতেই দ্রুত পৌঁছায় গ্রামের সিভিক ভলান্টিয়ার।
তিনি পুরুলিয়া দমকল বিভাগে খবর দিলে আড়াইটা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তারপরেই দমকল কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment