insta logo
Loading ...
×

পুরুলিয়া শহরের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি দোকানে আগুন, এলাকায় চাঞ্চল্য

পুরুলিয়া শহরের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি দোকানে আগুন, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আচমকা অগ্নিকাণ্ডে মুহূর্তে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যস্ততম পুরুলিয়া শহরে। পুরুলিয়া সদর হাসপাতালের বিপরীত দিকে অবস্থিত পেট্রোল পাম্পের ঠিক পাশের একটি খাবারের দোকান থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোতে দেখা যায়। এলাকাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় আশপাশের মানুষজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।
ঘটনার মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিকটবর্তী দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রের প্রাথমিক অনুমান, দোকানের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের উৎপত্তি। দ্রুত তৎপরতার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
শহরের ঘনবসতিপূর্ণ অঞ্চলে পেট্রোল পাম্পের এত কাছাকাছি অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Post Comment