insta logo
Loading ...
×

পুরুলিয়ার কল্যাণ জুয়েলার্সে আগুন, প্রশ্ন নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে

পুরুলিয়ার কল্যাণ জুয়েলার্সে আগুন, প্রশ্ন নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রবিবার দুপুরে পুরুলিয়া শহরের ব্যস্ততম পুরুলিয়া–বাঁকুড়া জাতীয় সড়কের ধারে অবস্থিত কল্যাণ জুয়েলার্সে আচমকা আগুন লাগায় আতঙ্ক ছড়ায়। দ্রুত আগুন গ্রাস করার আগে তৎপরতার সঙ্গে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি পৌঁছে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও। প্রায় ঘণ্টাখানেক টানা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ব্যস্ত এলাকায় অবস্থিত এই সোনার দোকানটি।

পুরুলিয়া দমকল বিভাগের স্টেশন অফিসার ষষ্ঠীচরণ পাত্র ঘটনাস্থলে উপস্থিত থেকে জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দ্রুত খবর পাওয়ায় আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন ছড়িয়ে পড়া রুখতে পেরেছি। ভবনের ভিতরে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই—যা বড় দুর্ঘটনার কারণ হতে পারত।”
তিনি আরও বলেন,“সৌভাগ্যক্রমে আজ বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দোকানের মালিকপক্ষ এবং আশপাশের মানুষ বড় বিপদ থেকে রেহাই পেয়েছেন।”

Post Comment