insta logo
Loading ...
×

১০ গুণ জরিমানা বাড়ল ট্রাফিক আইন ভাঙলে

১০ গুণ জরিমানা বাড়ল ট্রাফিক আইন ভাঙলে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

গাড়ি চালাচ্ছেন? পকেটে কড়কড়ে নোট আছে তো? অবশ্য পকেটে না থাকলেও চলবে৷ অ্যাকাউন্টে থাকলেই হলো। দিতে হবে ফাইন। আর তখন ইউপিআই করলেও চলবে। মোট কথা ফাইন দিতেই হবে। আর সেটা বেশ মোটা অংকের। পয়লা মার্চ থেকে মোটর ভেহিক্যাল বিভাগ যে ফাইনের তালিকা চালু করেছে তা শুনলেই বুক গুড়গুড় করতে বাধ্য।
প্রথমেই ড্রাংকেন ড্রাইভ। মদ্যপান করে গাড়ি চালালে আগে ছিল হাজার থেকে দেড় হাজার টাকা ফাইন। এখন প্রথমবার ধরা পড়লে এককালীন জরিমানা ১০ হাজার টাকা অনাদায়ে ৬ মাস কারাবাস। অপরাধের পুনরাবৃত্তি হলে জরিমানা হবে ১৫ হাজার। আর কারাবাস হতে পারে ২ বছরের জন্য।
বিনা হেলমেটে গাড়ি চালালে নেওয়া হতো ১০০ টাকা জরিমানা।

হেলমেট ছাড়া বাইক চালালে ১,০০০ টাকা জরিমানা এবং ৩ মাসের জন্য লাইসেন্স রদ। আগে কেবল ১০০ টাকা জরিমানা লাগত।
সিট বেল্ট না বেঁধে গাড়ি চালালে ওই ১০০ টাকা জরিমানা লাগত। এখন নতুন নিয়মে ১,০০০টাকা জরিমানা।
মনে করুন স্ত্রী ফোন করেছেন, আর আপনি চালাচ্ছেন গাড়ি। ফোন না ধরলেও উপায় নেই। আগে এমন অবস্থায় ৫০০ টাকা জরিমানা দিয়ে মিলত মুক্তি। নতুন নিয়মে লাগছে কড় কড়ে ৫,০০০ টাকা জরিমানা।
বৈধ লাইসেন্স নেই? তবু গাড়ি চালাচ্ছেন? জেনে রাখুন এক্ষেত্রেও আর ৫০০ নয়, জরিমানা লাগবে ৫,০০০ টাকা ।

দুই চাকার গাড়িতে তিনজন চড়েছেন? বেশ। তৈরি রাখুন ১,০০০ জরিমানা। আগে ছিল একশো টাকা।
বৈধ ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালালে আর ২০০ থেকে ৪০০ নয়, ২,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড অথবা দুইই। আর বারবার এমন অপরাধের জন্য ধরা পড়লে ৪,০০০ টাকা জরিমানা।

বৈধ দূষণ শংসাপত্র ছাড়া গাড়ি চালালে আগে হাজার টাকা ফাইন দিতে হতো। এখন ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা দুইই।

গাড়ির ডানা গজিয়েছে? বেপরোয়া হতে চাইছে মন? রেডি রাখুন ৫,০০০ টাকা জরিমানা। আগে জরিমানা ছিল ৫০০ টাকা।
অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনের জন্য রাস্তা না দিলে সরাসরি ১০,০০০ টাকা জরিমানা। আগে ফাইন ছিল ১০০০ টাকা।
অন্যের সঙ্গে গতির প্রতিযোগিতা করে গাড়ি চালালে হবে ৫০০ নয়, ৫,০০০ টাকা জরিমানা।

ওভারলোডিংয়ের জন্যও নিয়ম পাল্টেছে। ২০০০ টাকার জায়গায় ২০,০০০ টাকা জরিমানা।

সিগন্যাল জাম্পিং করলে আর ৫০০ তে হবে না, জরিমানা লাগবে ৫,০০০।
আর নাবালকেরা গাড়ি চালিয়ে আইন ভাঙলে? আড়াই হাজার টাকা দিলে মিটে যেত। এখন জরিমানা লাগবে ২৫,০০০ টাকা। উপরন্তু হতে পারে ৩ বছরের কারাদণ্ড। ১ বছরের জন্য গাড়ির রেজিষ্ট্রেশন বাতিল হতে পারে৷ আর দোষী নাবালককে ২৫ বছর বয়স পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না।

Post Comment