নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান: রোগী সেজে ওঝার কাছে গিয়ে তার ভেলকি জেনে নিয়েছিল পুরুলিয়ার একটি বিজ্ঞান মনস্ক সংগঠন। তন্ত্র- মন্ত্রের সাহায্যে নাকি জটিল থেকে জটিলতম রোগ সারিয়ে দেন! আদতে সবই টাকা রোজগার করার উপায়।
সরাসরি ওঝার জাদু টোনা জেনে তথ্য প্রমাণ সহ তার বুজরুকির বিরুদ্ধে বান্দোয়ান থানায় অভিযোগ করল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। শনিবার বান্দোয়ান ব্লক সদরে ওই ওঝার কাছে গিয়ে ভন্ডামির প্রমাণ হাতেনাতে সংগ্রহ করে। রীতিমত মোবাইলে ভিডিও রেকর্ড করে পুলিশের হাতে দেওয়া হয়। বান্দোয়ান থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওই বিজ্ঞান মনস্ক সংগঠনের জেলা সম্পাদক মধুসূদন মাহাতো বলেন, ” মন্ত্র-তন্ত্র জাদু টোনার সাহায্যে রোগ সারানোর দাবি আসলে ভন্ডামি। এসব আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আমরা তথ্য প্রমাণ সহ ওই ওঝার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছি। আমাদের দাবি অবিলম্বে ওই ওঝাকে গ্রেফতার করতে হবে।”
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.











Post Comment