নিজস্ব প্রতিনিধি, হুড়া:
মাছ ধরাকে কেন্দ্র করে মারধর করার অভিযোগ। বাড়িতে ঢুকে মৎস্য চাষিকে মারধর করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পুরুলিয়ার হুড়া থানার কুলগোড়া গ্রামে। বুধবার সন্ধ্যায় প্রতিবেশী দীপক তন্তুবায়ের বিরুদ্ধে হুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে লক্ষ্মীকান্ত তন্তুবায় পুলিশকে জানিয়েছেন বুধবার সকালে তার বাবা মদন তন্তুবায়ের গ্রামের একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় অভিযুক্ত প্রতিবেশী দীপক তার বাবার সাথে ঝামেলা করে। পরে তার বাবা বাড়ি ফিরে আসেন। অভিযোগ কিছুক্ষণ পর অভিযুক্ত তাদের বাড়িতে এসে তার বাবাকে বেদম মারধর করে। এর ফলে ওই ব্যক্তি গুরুতর জখম হন। ঘটনার খবর পেয়ে বাবাকে উদ্ধার করে হুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন লক্ষ্মীকান্ত। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment