insta logo
Loading ...
×

নলকূপ খননে ধুন্ধুমার

নলকূপ খননে ধুন্ধুমার

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

শান্তি নেই নলকূপ খননেও। বাগানে টিউবওয়েল খননকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। এক দম্পতিকে লাঠিপেটা করল দুই প্রতিবেশী। এমন অভিযোগে তাদের গ্রেফতার করল পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ। ধৃতদের নাম ধ্রুব প্রসাদ মাহাত ও শরৎ চন্দ্র মাহাত। তাদের বাড়ি বরাবাজার থানার খাওয়াসডি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে সোমবার দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এই গ্রামেরই বাসিন্দা হাবিব আনসারি পুলিশকে জানিয়েছেন, গ্রামের অদূরে একটি জমিতে চারাগাছ লাগিয়েছেন তিনি। সেখানে নলকূপ খননের কাজ চলছে। অভিযোগ সোমবার দুপুরে অভিযুক্ত ওই দুই প্রতিবেশী সেখানে পৌঁছে তাকে ডেকে মারধর করে। ওইসময় তার স্ত্রী তাকে উদ্ধার করতে গেলে তার উপরও তারা চড়াও হয় বলে দাবি। অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment