insta logo
Loading ...
×

কমেছে পর্যটক, মুখোশ গ্রাম থেকে ভিন জেলায় পাড়ি দিচ্ছেন শিল্পীরা!

কমেছে পর্যটক, মুখোশ গ্রাম থেকে ভিন জেলায় পাড়ি দিচ্ছেন শিল্পীরা!

তাপস কুইরি , বাঘমুন্ডি :

বেজে উঠেছে পুজোর বাদ্যি। সূচনা হয়ে গিয়েছে দেবীপক্ষের। আগমনীর সুরে মেতে উঠেছে বঙ্গ। কিন্তু বেসুর পুরুলিয়ার জগদ্বিখ্যাত মুখোশ গ্রাম চড়িদা। পুরুলিয়ার ঐতিহ্য ছৌ মুখোশ। অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত চড়িদার বিশ্ববিখ্যাত এই মুখোশের দেশের-বিদেশে যথেষ্ট চাহিদা রয়েছে। এরই পাশাপাশি এই সময় মুখোশ শিল্পীদেরও যথেষ্ট চাহিদা থাকে। তাই তাদেরও কদর বেড়ে যায় এই সময়। প্রতিবছরই দুর্গাপুজোর সময় মুখোশ শিল্পীরা নাওয়া খাওয়া ভুলে মুখোশ তৈরিতে ব্যস্ত থাকেন। এখানকার ছৌ মুখোশ রাজ্যের বড় বড় থিম পুজো সহ দেশে-বিদেশে পাড়ি দেয়। এবছর মাঝেমধ্যেই বাদ সাধছে বৃষ্টি। পর্যটকেদের আনাগোনাও কমেছে। বাড়তি রোজগারের আশায় ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পুরুলিয়ার ছৌ মুখোশ শিল্পীরা। তৈরি করে রাখা ডজন ডজন নতুন মুখোশ। খদ্দের নেই। মুখোশ শিল্পী বান্টি সূত্রধর ‌,লালু রায়ের কথায় উঠে এল সেই হতাশার কাহিনি। বান্টি বাবু স্পষ্টতই জানালেন, অন্য বছরের তুলনায় এবছর পর্যটক অনেক কম। এবছর ফের পুজোর আগে বৃষ্টির আশঙ্কা রয়েছে বললেন মুখোশ শিল্পী লালু রায়।

Post Comment