insta logo
Loading ...
×

গণেশ চতুর্থীতে উৎসবমুখর মানবাজার

গণেশ চতুর্থীতে উৎসবমুখর মানবাজার

অমরেশ দত্ত, মানবাজার:

গণেশ চতুর্থী উপলক্ষে উৎসবমুখর সারাদেশ। বিশেষত মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের একাধিক জায়গায় ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। সনাতন ধর্ম ও শাস্ত্রানুযায়ী সমস্ত দেবতার আরাধনার পূর্বে পূজা করা হয় গণেশের। মূলত মাঘ মাসে শ্রীপঞ্চমীর আগের দিন পালিত হয় গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী। আবার ভাদ্রমাসের শুক্লা চতুর্থীতে গণেশ চতুর্থী উপলক্ষে গণপতি উৎসব উৎযাপন করা হয়। আজ রবিবার সেই চিত্রই দেখা গেল পুরুলিয়া জেলার মানবাজারে মাঝপাড়ার গণেশ মন্দিরে।এদিন মহাসমারোহে পালিত হল গণেশপূজো।

Post Comment