নিজস্ব প্রতিনিধি, মানবাজার: সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা ছিল মানবাজার শহর। কুয়াশা কাটতেই হালকা রোদ এবং শীতের আমেজে মানবাজার মডার্ন পাবলিক স্কুল প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে চলে অষ্টম দিনের উইন্টার ক্যাম্প।পাশাপাশি আজ রবিবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বনভোজন। মুলত খেলাধুলো, হই হুল্লোড়, ছুটির মেজাজ মেখে এক কথায় মেগা ইভেন্ট। সব মিলিয়ে খুশির মুহূর্তগুলি এদিন বিদ্যালয়ের প্রাঙ্গনে সোৎসাহে উপভোগ করে কচিকাঁচারা। চলে জমিয়ে খাওয়া দাওয়া। মেনুতে ছিল খিচুড়ি, চাটনি, মাংস। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের সহায়তায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এদিন ক্যাম্পে ছাত্র – ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
Post Comment