নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
অযোধ্যা পাহাড়ে বেড়াতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহিলা পর্যটক। মৃতার নাম জয়ন্তী বন্দ্যোপাধ্যায় (৬৭)। তাঁর বাড়ি কলকাতার গড়িয়ার কামডহরি এলাকার কালাচাঁদ পাড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়িয়া থেকে কয়েকজন আত্মীয় মঙ্গলবার পুরুলিয়া বেড়াতে আসেন। বলরামপুরের কানা এলাকার একটি রিসর্টে ওঠেন তাঁরা। সেখান থেকে বুধবার দুপুরে অযোধ্যা পাহাড়ে ঘুরতে বেরোন। দুপুরে মার্বেল লেকের ধারে হাঁটছিলেন জয়ন্তীদেবী। সেই সময় আচমকা রাস্তায় লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান তিনি।









Post Comment