insta logo
Loading ...
×

বিয়ে বাড়িতে এসে পুকুরে তলিয়ে গেল পিতাপুত্র

বিয়ে বাড়িতে এসে পুকুরে তলিয়ে গেল পিতাপুত্র

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বিয়ে বাড়ির উৎসবমুখর পরিবেশ মুহূর্তে বদলে গেলো শোকের আবহে। মঙ্গলবার পুরুলিয়ার টামনা থানার বেলগুমা এলাকায় পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো বাবা ও ছেলের। মৃতরা হলেন মুম্বাইয়ের বাসিন্দা কৌশিক বিশ্বাস (৫৩) এবং তাঁর ছেলে হিমাংশু বিশ্বাস (১৮)। পরিবার সূত্রে জানা গেছে, মামার ছেলের বিয়েতে যোগ দিতে কয়েকদিন আগে কৌশিক বাবু পুরুলিয়ার চাঁদমারিডাঙা গ্রামে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন।

মৃতের আত্মীয় কৃপাময় মজুমদার বলেন,
“মঙ্গলবার সকালে ছেলে ও কয়েকজন আত্মীয়ের সঙ্গে বাড়ির কাছেই জামবাঁধে স্নান করতে নামেন কৌশিক বাবু । বাঁধের জলের গভীরতা সম্পর্কে কেউই স্পষ্ট ধারণা রাখেননি। স্নান করতে নেমেই কৌশিক ও তাঁর ছেলে জলে তলিয়ে যেতে শুরু করেন।” পরিবারের অন্যান্য সদস্যরা চিৎকার করে খবর দেন স্থানীয় থানায় ও বিপর্যয় মোকাবিলা দপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও এলাকাবাসী”।

প্রায় ৩০ মিনিটের তল্লাশির পর উদ্ধারকারী দল বাবা ও ছেলের নিথর দেহ খুঁজে পায়। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Post Comment