নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
প্রতিবেশীর উপর অতর্কিত হামলা। খুনের অভিযোগে গ্রেপ্তার পিতা- পুত্র। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুরে। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন বলরামপুর থানার খয়রাডি গ্রামের বাসিন্দা গোস্ট গোপ ও তার ছেলে শক্তিপদ গোপ। গত সোমবার প্রতিবেশী গোস্ট গোপ ও তার দুই ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অষ্টমী মাহাত। অভিযোগকারী মহিলার কাছ থেকে পুলিশ জানতে পেরেছে গত ১৮ মার্চ রাতে বাড়ি ফেরার পর দরজা বন্ধ করার সময় পরিকল্পিত ভাবে অভিযুক্তরা তার স্বামীর উপর চড়াও হয়। কুড়ুল নিয়ে অভিযুক্তরা তার স্বামী যদু মাহাতোর মাথায় কোপ মারে। এর ফলে রক্তাক্ত জখম হয়ে তার স্বামী যদু মাহাতো মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার চেঁচামেচি শুনে তিনি যখন ঘটনাস্থলে ছুটে যান অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ও পরে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তিন জনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। তবে ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছিল। শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Post Comment