insta logo
Loading ...
×

টাকা হাতিয়ে ফেরার পিতা পুত্র,অভিযোগ

টাকা হাতিয়ে ফেরার পিতা পুত্র,অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ব্যাংক থেকে ঋণ নিয়ে গ্রামের মানুষজনকে ভুল বুঝিয়ে টাকা মেরে দেওয়ার অভিযোগ বাবা ও ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার পুরুলিয়ার টামনা থানায় একটি অভিযোগ দায়ের করে মাতকুমডি গ্রামের বাসিন্দা সাবিত্রী গোস্বামী পুলিশকে জানান, “আমার নামে ব্যাংক থেকে সত্তর হাজার টাকা ঋণ নিয়ে সেই টাকা হাতিয়ে নিয়েছেন প্রতিবেশী কল্যাণ বন্দোপাধ্যায় ও তার ছেলে ব্রজগোপাল। গ্রামের আরও বহু মানুষের টাকা হাতিয়ে বর্তমানে গ্রাম থেকে পালিয়ে গেছেন তারা।” অভিযোগ পেয়ে মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে পলাতক পিতা – পুত্রের খোঁজ।

Post Comment