নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
বলরামপুর–বাঘমুন্ডি রাজ্য সড়কে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এক যাত্রীবোঝাই বেসরকারি বাস। ঘটনাটি ঘটে, বলরামপুর–বাঘমুন্ডি রাজ্য সড়কের দুয়ারসিনি মোড় সংলগ্ন এলাকায়। চলন্ত অবস্থায় হঠাৎ বাসটির সামনের চাকা ফেটে যায়। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে বাসটি। এরপর সোজা গিয়ে ঢুকে পড়ে পাশের একটি বাউন্ডারি দেওয়ালের ভিতর।
হঠাৎ এই বিপদের জেরে বাসযাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে বাঘমুন্ডি থানার পুলিশ।










Post Comment