insta logo
Loading ...
×

বিভিন্ন দাবিতে কৃষক সভার স্মারকলিপি বলরামপুরের বিডিওকে

বিভিন্ন দাবিতে কৃষক সভার স্মারকলিপি বলরামপুরের বিডিওকে

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর: একাধিক দাবি দাওয়াতে বিডিও-র কাছে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভা সিআইটিইউ ও ক্ষেতমজুর সমিতির সমন্বয় কমিটি। সিপিএমের এই সংগঠনের বলরামপুর ব্লক কমিটি মঙ্গলবার বিডিওর কাছে সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে। বলরামপুর ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে। তাদের দাবি, বলরামপুর ব্লক এলাকায় ভালো সংখ্যক পাট্টাদারদের জমি এখনও রেকর্ডভুক্ত ও তাদের আবেদন ক্রমে এনএক্সচার টু
শংসাপত্র প্রদান করা হয়নি। এই ব্যাপারে অনেক আবেদন পত্র বিএলএন্ডএলআরও কার্যালয়ে পড়ে রয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। লাক্ষা, পাথর, নির্মাণ সহ বিভিন্ন পেশায় নিযুক্ত শ্রমিকদের সরকার নির্ধারিত মজুরি প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিআইটিইউ-র সদস্য অরুণ মাহান্তি বলেন, এই কর্মসূচি দেশজুড়ে ছিল। এই স্মারকলিপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পাঠানো হয়।

Post Comment