insta logo
Loading ...
×

বলরামপুরে অগ্নিকাণ্ডে ভস্মিভূত কৃষকের বাড়ি সহ মজুত থাকা শস্য

বলরামপুরে অগ্নিকাণ্ডে ভস্মিভূত কৃষকের বাড়ি সহ মজুত থাকা শস্য

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর : অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেলো এক কৃষকের মাটির বাড়ি সহ সারাবছরের জন্য মজুত থাকা শস্য। শনিবার দুপুরের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলরামপুরের উরমার নামোপাড়ায়। হঠাৎ করেই ওই গ্রামের মুজিবুল মোমিন নামে এক কৃষকের বাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তে ভূষ্মিভূত হয়ে যায় বাড়ি সহ সারা বছরের জন্য মজুত থাকা শস্য। তিনি বলেন, “হঠাৎ করেই দুপুর দুটো নাগাদ দেখতে পাই বাড়িতে আগুন লেগে গিয়েছে।
সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের জানাই। স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে জল নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।” এরমধ্যে পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। ওই বাড়ি যাওয়ার পথ সংকীর্ণ হওয়ায় দমকলকে
ওই বাড়িতে পৌঁছাতে খানিকটা বেগ পেতে হয়। প্রায় দুপুর ২.৪০ নাগাদ দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে এই অগ্নিকাণ্ড তা জানাতে পারেননি দমকল কর্মীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে ওই কৃষক জানান। এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।

Post Comment