দেবীলাল মাহাত, আড়শা:
আড়শা ২নং চক্র সম্পদ কেন্দ্রের অধীন মানকিয়ারী গুচ্ছ সম্পদ কেন্দ্রের শিক্ষাবন্ধু অমৃত চন্দ্র মাহাতোর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হল ঠাকুরসীমা প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘদিন নিষ্ঠার সাথে শিক্ষাবন্ধু হিসাবে মানকিয়ারী গুচ্ছ সম্পদ কেন্দ্রে কর্মজীবন শেষ করেছেন অমৃত চন্দ্র মাহাত। ৩১ মার্চ ছিল তার কর্মজীবনের শেষ দিন। তাই তাঁর অবসরের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মানকিয়ারী গুচ্ছ সম্পদ কেন্দ্রের অন্তর্গত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে বুধবার আয়োজিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। অন্যদিকে একই সঙ্গে চিতিডি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল সহিসের স্মরণ সভাও অনুষ্ঠিত হয় এদিন। মানকিয়ারী গুচ্ছ সম্পদ কেন্দ্রের অন্তর্গত বিদ্যালয়ের নবাগত শিক্ষক শিক্ষিকাদের নবীন বরন অনুষ্ঠানের মাধ্যমে জানানো হয় স্বাগত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়শা ২নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পোড়িয়া সহ মানকিয়ারী গুচ্ছ সম্পদ কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা।
Post Comment