insta logo
Loading ...
×

আগাম গ্রীষ্মের জোগাড় করল চোরেরা

আগাম গ্রীষ্মের জোগাড় করল চোরেরা

অমরেশ দত্ত , মানবাজার :

শেষে ফ্যান! স্কুলে চুরি। দামি কোন আসবাব নয়, স্কুলের ফ্যান। ‌সিলিং ফ্যান। ঘটনা পুরুলিয়া জেলার মানবাজারের রাধামাধব বিদ্যায়তনের। স্কুলের ক্লাসরুমের জানালা ভেঙে দুটি বৈদ্যুতিক পাখা চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। বুধবার স্কুলের ক্লাসরুমের ভেতরে ঢুকতেই চুরির বিষয়টি ছাত্রদের নজরে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। এমনিতে রাতের বেলা হিম পড়তে শুরু করেছে এলাকায়। কমিয়ে দিতে হচ্ছে ফ্যানের স্পিড। কেউ কেউ ভোরে বন্ধও রাখছেন ফ্যান। মজা করে অনেকেই বলছেন আগাম গ্রীষ্মের জোগাড় করে ফেলল চোরেরা। ঘটনায় মানবাজার থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ।

Post Comment