নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
বোরোর পর এবার বান্দোয়ান। জাল লটারির কারবারের হদিশ পেল পুলিশ। বান্দোয়ান থানার পুলিশ অতর্কিতে দিল হানা। গ্রেফতার করল দুই লটারি বিক্রেতাকে। ধৃতদের কাছ থেকে প্রচুর জাল লটারি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম বাসুদেব আচার্য্য ও প্রকাশ ভট্টাচার্য্য। দুজনেরই বাড়ি বান্দোয়ানর কুইলাপালে।
শুক্রবার রাতে বান্দোয়ান থানার পুলিশ ডলব্লাডি ফুটবল মাঠের কাছে কাউন্টারে হানা দিয়ে এই দুই জাল লটারি বিক্রেতাকে গ্রেফতার করে। কোথা থেকে ওই জাল লটারি নিয়ে এসে এলাকার মানুষজনকে ঠকানো হচ্ছিল তার খোঁজ শুরু করেছে পুলিশ। শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।









Post Comment