নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
বোরোর পর নিতুড়িয়া। জাল লটারি বিক্রির অভিযোগে দুজন বিক্রেতা গ্রেফতার। ধৃতরা নিতুড়িয়া থানার পারবেলিয়া হাটতলার বাসিন্দা সুশান্ত দে এবং হিঞ্জুলি গ্রামের বাসিন্দা প্রকাশ দে। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পারবেলিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু জাল লটারি। বৃহস্পতিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ৭ দিনের পুলিশ হেফাজত হয়।
Post Comment