insta logo
Loading ...
×

নকল লটারি, জয়পুরে সিআইডি-র হাতে ধৃত ২

নকল লটারি, জয়পুরে সিআইডি-র হাতে ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

জাল লটারির জাল ক্রমে ঘন হয়ে উঠছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।গোপন সূত্রে অভিযোগ পেয়ে সোমবার জয়পুর ব্লক সদরের আটাকলে হানা দেয় সিআইডি। সেখান থেকেই জাল লটারি বিক্রির অভিযোগে গ্রেফতার হয় এক লটারি বিক্রেতা মন্টু মুদি এবং তার ছেলে রাকেশ মুদি। তাদের বাড়ি স্থানীয় চকবাজারে।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজস্ব ফাঁকি দিয়ে ভিন রাজ্যের লটারি পুরুলিয়ার বিভিন্ন এলাকায় ছড়াচ্ছে একটি চক্র। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক নকল লটারি টিকিট। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে।

স্থানীয়দের দাবি, সরকারি লটারির ফলাফলকে ব্যবহার করেই চলত এই “খেলা”। সিআইডি সূত্রের খবর, শুধু জয়পুর নয়—রাজ্যের আরও বেশ কয়েকটি জেলায় সক্রিয় এই চক্র। তদন্তে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। খুব শীঘ্রই আরও গ্রেফতারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Post Comment