নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
মোবাইলে মোবাইলে ঘুরছে তালিকা। পুরুলিয়ায় চাকরিহারা কত? জেনে যাচ্ছেন সবাই। না আদৌ সেই তালিকার মান্যতা নেই। সেই তালিকা ভুয়ো। জানিয়ে দিল শিক্ষা দফতর। কে বা কারা কী উদ্দেশ্যে এই তালিকা বানালো স্কুলের নাম দিয়ে শিক্ষক-শিক্ষিকা ও গ্রুপ সি, গ্রুপ ডি-র একটি তালিকা সমেত? সামাজিক মাধ্যমে করল ভাইরাল? উত্তর নেই সেই প্রশ্নের। তবে পুরুলিয়া জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক বলেন, ” যে তালিকা হোয়াটসঅ্যাপে ঘুরছে তা একেবারেই সঠিক নয়। কে বা কারা এমনভাবে বানিয়েছে আমাদের জানা নেই। আমাদের জেলায় চাকরিহারা শিক্ষক- শিক্ষিকা ও গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী কতজন রয়েছেন তার তালিকা আমরা স্কুল ধরে ধরে করছি। চলতি সপ্তাহের মধ্যেই এই কাজ আমরা শেষ করে ফেলতে পারব।”
যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে পুরুলিয়ায় চাকরিহারা শিক্ষকের
সংখ্যাটা ৪৫০র বেশি। আলাদাভাবে রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি।
পুরুলিয়ায় শিক্ষা দপ্তর যে তথ্যপঞ্জি তৈরি করছে তাতেই স্পষ্ট হয়ে যাবে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন বিষয়ের শিক্ষক পদ শূন্য হয়ে গেল। আর তখনই বিকল্প কোন পদক্ষেপ নিতে পারবে শিক্ষা দপ্তর।
Post Comment