অমরেশ দত্ত, মানবাজার:
‘তার’ সাহস আছে, মানতে হবে! এলাকার দণ্ডমুণ্ডের কর্তা যিনি, সেই বিডিওর নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ফেলতে বুকের পাটা তো লাগেই! তবে হাত লম্বা আইনেরও। অভিযোগ দায়ের হয়েছে থানায়।

মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নাম এবং ছবি দিয়ে খোলা হয়েছে ভুয়ো ফেসবুক প্রোফাইল। মানবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর জানান, তাঁর নাম এবং ছবি দিয়ে ভুয়ো ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে। ওই প্রোফাইল থেকে অন্যদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “সকাল থেকে বন্ধুরা ফোন করে আমাকে জানায়, তাদের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছে ফেক প্রোফাইল থেকে। আমি সকলকে সতর্ক করছি এটি একটি ফেক অ্যাকাউন্ট। এই ফেক অ্যাকাউন্ট আপনারা ইগনোর করুন এবং সরাসরি রিপোর্ট করুন।”
Post Comment