insta logo
Loading ...
×

আস্থায় নতুন দৃষ্টি, নতুন বছরের নতুন উপহার

আস্থায় নতুন দৃষ্টি, নতুন বছরের নতুন উপহার

বিশ্বজিৎ সিং সর্দার, পাড়া :

জেলা পুলিশের আস্থা প্রকল্পে অযোধ্যা পাহাড়ের যে সকল বাসিন্দার চক্ষু পরীক্ষা হয়েছিল তাদের মধ্যে ৬ জনের ছানি অপারেশন হলো বছরের শেষ দিনে লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহায়তায়। নতুন বছরের নতুন দৃষ্টিতে যাতে তারা নতুন করে দুনিয়াকে দেখেন, সেই শুভেচ্ছা জানিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো।

২০২৪এর ২৭শে ডিসেম্বর পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আস্থা প্রকল্পের শিবির আয়োজিত হয়েছিল ‘পুরুলিয়া সুন্দরী’ অযোধ্যা পাহাড়ের রাঙা ফুটবল ময়দানে। সেই শিবিরে অযোধ্যা পাহাড়ের দুঃস্থ মানুষদের জন্য একগুচ্ছ পরিষেবার পাশাপাশি ছিল চক্ষু পরীক্ষার ব্যবস্থা। লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত শিবিরের পরিষেবা যাতে অযোধ্যা পাহাড়ের দুঃস্থ মানুষরা পেতে পারেন তার জন্য পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে আসার ব্যবস্থা করা হয় তাদের।

ওই চক্ষু শিবিরে অযোধ্যায় মোট ২৪৬ জন চক্ষু পরীক্ষা করান। যার মধ্যে ১১৩ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। দেওয়া হয় ওষুধ। যাদের চক্ষু অপারেশন প্রয়োজন বলে চিহ্নিত করা হয়, তাদের পুলিশের গাড়িতে করে নিয়ে আসা হয় পাড়া থানার অন্তর্গত লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন কেন্দ্রে। যেখানে মোট ৬জনের চোখের ছানি অপারেশন করানো হয়। ৩১ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিনে তাদের ছানি অপারেশন হয়।

২০২৫ এর নতুন বছরে তাঁরা তাদের প্রিয় দুনিয়াকে যাতে নতুন করে দেখতে পান এই শুভকামনা জানিয়ে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। ফুলের তোড়া, সহ বিভিন্ন রকমের পুষ্টিকর খাদ্য তাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সংবর্ধনা জ্ঞাপনের পর তাদের পুনরায় গাড়িতে করে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে পুরুলিয়া জেলা পুলিশ।

পুরুলিয়া জেলা পুলিশের এরূপ ভূমিকায় খুশিতে আপ্লুত হয়ে পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন চিকিৎসাপ্রাপ্ত মানুষেরা। চিকিৎসা প্রাপক দয়াল মাছুয়ার,ফলারি মান্ডি প্রমুখ বলেন “পুলিশের এরূপ ভূমিকা এবং ব্যবহার এর পূর্বে কখনও দেখিনি। আগামী দিনেও পুলিশ এভাবেই আমাদের মত দুঃস্থ গরিব মানুষদের পাশে থাকবে এমনটাই কামনা করি।”

লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের অপারেশন ম্যানেজার জগন্নাথ গোস্বামী বলেন, জেলা পুলিশ অযোধ্যায় এক বিরাট শিবির করেছিল। তারই একটা অঙ্গ ছিল লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের চক্ষু পরীক্ষা শিবির। এমন শিবিরে যোগ দিতে পেরে আমরা কৃতার্থ।

Post Comment