insta logo
Loading ...
×

যোগাশ্রমে চক্ষু পরীক্ষা শিবির

যোগাশ্রমে চক্ষু পরীক্ষা শিবির

অমরেশ দত্ত, মানবাজার:

আজ শুক্রবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির আয়োজিত হল মানবাজার গ্রাম্য যোগাশ্রমে। এদিন শিবিরে এলাকার মানুষ চক্ষু পরীক্ষা করান। রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালের পক্ষ থেকে সুশান্ত মন্ডল জানান, এদিনের শিবিরে ছানি অপারেশনের জন‍্য রোগীদের চিহ্নিত করা হয়েছে। বিনা খরচে তাদের সার্জারি হবে। বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদানের ব‍্যবস্থা করা হবে।

Post Comment