insta logo
Loading ...
×

বেড়াল কাটল মাধ্যমিক পরীক্ষার্থীর পথ, তারপর…

বেড়াল কাটল মাধ্যমিক পরীক্ষার্থীর পথ, তারপর…

নিজস্ব প্রতিনিধি, হুড়া:

বেড়াল কাটল রাস্তা। আর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল মোটরবাইক। মোটর বাইক কি চালক ছাড়াও ছিল দুই- আরোহী। তাদের মধ্যে একজন মাধ্যমিক পরীক্ষার্থী। হুড়া থানার জবররা বিদ্যাভারতী স্কুলের ছাত্রী। দুর্ঘটনার জেরে জখম হয় তারা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত মাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তারপর পুলিশই তাকে পৌঁছে দেয় পুঞ্চা থানার নপাড়া হাইস্কুলে তার পরীক্ষা কেন্দ্রে। পুলিশের এই ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

Post Comment