অমরেশ দত্ত, মানবাজার:
শিক্ষা প্রতিটি শিশুর জন্মগত মৌলিক অধিকার। প্রত্যেকের জন্য শিক্ষার বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ। একটি শিশুর জীবনে তার সৃজনশীল, আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যয়ন ও নিয়মানুবর্তিতা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই শিশুদের শিক্ষা বাস্তবায়নের জন্য মানবাজারে চালু হল ইংলিশ মিডিয়াম স্কুল। মূল লক্ষ শিশুদের শিক্ষার ভিত্তি প্রস্তুত তথা সর্বাঙ্গীন বিকাশ সাধন। মূলত শিক্ষার মান উন্নয়ন ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই মানবাজার ইন্দকুড়ি, পুরুলিয়া রোড,ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে বুধবার স্বামী নিগমানন্দ পাবলিক স্কুলের শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। এদিন ফিতে কেটে বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন স্বামী নিগমানন্দ সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের সভাপতি অসীম বিশ্বাস। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাসেবী গুরুপদ টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরী, মানবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মনোজ কুমার মুখার্জি, শিক্ষক অমিতাভ মিশ্র, মানবাজার ১নং ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ সহ বিশিষ্টজনেরা। জমকালো আয়োজনে নাচে, গানে মনমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হলো দিনটি।











Post Comment