insta logo
Loading ...
×

দোল খেলে মর্মান্তিক ঘটনা

দোল খেলে মর্মান্তিক ঘটনা

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

দোল খেলে মর্মান্তিক ঘটনা। রঙ ধুতে জলে স্নান করতে নামাই হলো কাল। জলে ডুবে মৃত্যু এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের। মৃতের নাম বাপি দাস (২০)। সে আলিপুরদুয়ার ১ নং ব্লক এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরুলিয়ার জয়পুর থানার আঘরপুর গ্রামে স্থিত রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো সে। থাকত ওই এলাকাতেই একটি ম্যেসে। শুক্রবার বন্ধুদের সঙ্গে দোল খেলে পাশে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। সেই পুকুরেই সে তলিয়ে যায়। স্থানীয় মানুষজনের সাহায্যে তড়িঘড়ি জাল দিয়ে তাকে উদ্ধার করা হয়। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় তামে। চিকিৎসা চলাকালীন শুক্রবার রাতেই তার মৃত্যু হয়। শনিবার একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

Post Comment