নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর: খাবারের সন্ধানে এসে অসুস্থ হয়ে পড়া একটি গন্ধগোকুল উদ্ধার করল বন দফতর। বুধবার সন্ধ্যে নগদ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর থানার শাঁকা গ্রামে। এলাকার মানুষজন জানিয়েছেন এদিন ওই গ্রামের প্রবীণ গোস্বামীর বাড়িতে ওই বন্যপ্রাণটি ঢুকে পড়ে।কিন্তু লক্ষ্য করা যায় দীর্ঘক্ষণ ধরেই সে এক জায়গায় বসে রয়েছে। এর পরেই গোটা বিষয়টি রঘুনাথপুর রেঞ্জ কার্যালয়ে জানানো হয়। বন দফতর জানিয়েছে খবর পাওয়া মাত্রই কর্মীরা গিয়ে গন্ধ গোকুলটি উদ্ধার করে। আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Post Comment