নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
বিলুপ্ত প্রায় গন্ধগোকুল উদ্ধার। সদ্যজাত সেই গন্ধগোকুল শাবককে উদ্ধার করলেন এক গ্রামবাসী। তুলে দিলেন বন দফতরে হাতে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পুরুলিয়ার বাঘমুন্ডি রেঞ্জের সুইসা গ্রামে। বন কর্মীরা আপাতত ওই বন্যপ্রাণীটিকে বোতলের সাহায্যে দুধ খাওয়াচ্ছেন। চলছে নজরদারি।
গ্রামবাসীদের অনুমান গাছ থেকে ঝড়ের কারণে নিচে পড়ে গিয়ে থাকতে পারে প্রাণীটি। বন দফতর জানিয়েছে কয়েক দিন ওই গন্ধগোকুল শাবকটিকে পর্যবেক্ষণে রাখতে হবে।







Post Comment