নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
বকেয়া বিদ্যুৎ বিল না মেটানোয় ,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিল বিদ্যুৎ বণ্টন সংস্থার এক চুক্তিভিত্তিক কর্মী। তাকে মারধরের অভিযোগ উঠল পুঞ্চায়। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পুঞ্চা থানার বারোমেশ্যা গ্রামে। এই মর্মে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের বাসিন্দা অমিত কুমার রায়ের বিরুদ্ধে পুঞ্চা থানায় একটি লিখিত অভিযোগে দায়ের করেন পুঞ্চা স্টেশন ম্যানেজার সৈকত মল্লিক। অভিযোগ শম্ভু মণ্ডল নামে এক চুক্তিভিত্তিক কর্মী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়ার সময় তাকে অভিযুক্ত ব্যক্তি মারধর করে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।









Post Comment