insta logo
Loading ...
×

আড়শায় বিদ্যুৎ চুরি, অভিযুক্ত ৪

আড়শায় বিদ্যুৎ চুরি, অভিযুক্ত ৪

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

বাড়িতে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে আড়শা থানায় এফআইআর দায়ের করল আড়শা বিদ্যুৎ দফতর। জানা গিয়েছে আড়শা থানার কলাবনি গ্রামের ৩ জন ও বীরচালি গ্রামের ১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
আড়শা বিদ্যুৎ দফতরের এক আধিকারিক বলেন, “পরিদর্শনে গিয়ে বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ঘটনাটি তাদের নজরে আসে। তারপরেই ওই ৪ জনের নামে আড়শা থানায় অভিযোগ জানানো হয়।” পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Post Comment