insta logo
Loading ...
×

মন্দিরে লাইট, মিস্ত্রি পিটিয়ে হাজতে ৩

মন্দিরে লাইট, মিস্ত্রি পিটিয়ে হাজতে ৩

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি:

মন্দিরে লাইট লাগাচ্ছিল ইলেক্ট্রিশিয়ান। আর তখনই বেধড়ক পেটানো হলো তাকে। ঘটনা পুরুলিয়ার সাঁওতালডিহি থানার আমচাতর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে আমচাতর গ্রামে ষোলোআনার তরফে মন্দিরে লাইট টাঙানোর ব্যবস্থা করা হয়। শুক্রবার রাতে মন্দিরে লাইট টাঙানোর কাজ করছিলেন এক ব্যক্তি। অভিযোগ , চার পাঁচজন ব্যক্তি সে সময় ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ মিস্ত্রিকে বেধড়ক পেটায়।

শনিবার মহাবীর বাউরির অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করে সাঁওতালডি থানার পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতরা হল আমচাতর গ্রামের বাসিন্দা সুজিত বাউরি ও তার ভাই সুদীপ বাউরি এবং বীরেন বাউরি। রবিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment