নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : জলে ডুবে মৃত্যু হল এক প্রৌঢ়রের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের নডিহার চিড়াবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নেপাল মাল (৫৯)। বৃহস্পতিবার বিকালে ওই এলাকায় একটি জলাশয় থেকে তার দেহ উদ্ধার হয়। সেখান থেকে তড়িঘড়ি তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। এই মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
Post Comment