insta logo
Loading ...
×

‘শিক্ষামন্ত্রী আক্রান্ত’, প্রতিবাদ পুরুলিয়ায়

‘শিক্ষামন্ত্রী আক্রান্ত’, প্রতিবাদ পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ‘আক্রান্ত’ হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু। প্রতিবাদে গর্জে উঠলো তৃণমূল। পুরুলিয়া শহরে মিছিল করল তৃণমূল শিক্ষা সেল। রবিবার বিকালে পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে রাজ্যের শাসক দলের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা ডাকলেন প্রতিবদী পথ সভা। ট্যাক্সি স্ট্যান্ড থেকেই এদিন মিছিল শুরু হয়। হাসপাতাল মোড় হয়ে পুরুলিয়া বাসস্ট্যান্ড। সেখান থেকে আবার মিছিলটি ট্যাক্সি স্ট্যান্ডে ফিরে আসে। মিছিলে ছিলেন শাসকদলের অধ্যাপক সংগঠনের ওয়েবকুপার প্রতিনিধি ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও।


পুরুলিয়ার মাধ্যমিক শিক্ষক সংগঠনের মুখপাত্র বিকাশ মাহাত জানান, “শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অধ্যাপকদের উপর ন্যক্কারজনক এবং বর্বরোচিত হামলা হয়েছে। তার প্রতিবাদে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের প্রায় শ’দেড়েক সদস্য এদিন মিছিলে হাঁটেন।” উপস্থিত ছিলেন পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি, ওয়েবকুপার জেলা সভানেত্রী সাধনা খাওয়াস, প্রাথমিক সংগঠনের জেলা সভাপতি বিমলকান্ত মাহাত, মাধ্যমিক সংগঠনের সভাপতি সত্যকিংকর মাহাত প্রমুখ।

Post Comment