insta logo
Loading ...
×

‘সুজয় ব্যানার্জিকে চরিত্রহীন বলছে শিক্ষিত শয়তানেরা’ মিছিল পুঞ্চায়

‘সুজয় ব্যানার্জিকে চরিত্রহীন বলছে শিক্ষিত শয়তানেরা’ মিছিল পুঞ্চায়

অমরেশ দত্ত, পুঞ্চা :

লৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজে অস্থায়ী মহিলা কর্মী বনাম অধ্যাপকের দ্বন্দ্বে ইচ্ছাকৃতভাবে জড়ানো হচ্ছে জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ববন্দ্যোপাধ্যায়ের নাম। এমন অভিযোগ তুলে শুক্রবার পুঞ্চায় মিছিল করেন সুজয় বাবুর সমর্থক ও অনুগামীরা। উল্লেখযোগ্য ভাবে তাতে মহিলাদের সংখ্যাই ছিল বেশি। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা মিছিল করেন। গত মঙ্গলবার কলেজ কাণ্ডের প্রেক্ষিতে রাস্তা অবরোধ ও বুধবার বিকেলে প্রতিবাদ মিছিল করেন লৌলাড়া রামানন্দ সেন্টেনারী কলেজের অধ্যাপক ও ছাত্র ছাত্রীরা। এরই পাল্টা মিছিল এদিন দেখা যায় পুঞ্চায়।সেই মিছিলের স্লোগান ছিল “অস্থায়ী কর্মীকে অপসারণ করতে হবে”, পাশাপাশি “সুজয় ব্যানার্জি হায় হায়” বলেও মিছিলের স্লোগান উঠতে থাকে। তারই পাল্টা হিসেবে সুজয় ব্যানার্জীর সমর্থনে পুঞ্চায় মিছিল দেখা যায় এদিন।

কলেজ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি কলেজের মধ্যে এক মহিলা গ্রন্থাগার কর্মীর সঙ্গে বচসা হয় ওই কলেজের এক শিক্ষকের। ওই ঘটনায় গত সোমবার কলেজের ওই শিক্ষকের বিরুদ্ধে পুঞ্চা থানায় শ্লীলতাহানির একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পাল্টা অভিযোগ দায়ের করেন কলেজের অধ্যাপক –অধ্যাপিকারা। দুটি ঘটনায় সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্তে নামে পুঞ্চা থানার পুলিশ। ছাত্রছাত্রীদের দাবি, সমস্ত ঘটনা কলেজ পরিচালন সমিতিকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি গুরুপদ টুডু এবং পরিচালন সমিতির সদস্য তথা পুরুলিয়া জেলা পরিষদের সহ- সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় কলেজে শিক্ষক – শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন। সুজয়বাবু দাবি করেন, সেখানকার শিক্ষক – শিক্ষিকাদের চাপে অধ্যক্ষ এই অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, পরিচালন সমিতিকে আগে লিখিতভাবে ঘটনার কথা কিছুই জানানো হয়নি। অধ্যক্ষ প্রতাপ কুমার পান্ডার পাল্টা দাবি করেছেন যে, তাঁকে তাঁর সহকর্মীরা কোনও চাপ দেননি।
কলেজের অভ্যন্তরীণ ঘটনায় এলাকার ভূমিপুত্র সুজয় বাবুর নাম উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জড়ানো হচ্ছে, শুক্রবার মিছিলে এমন অভিযোগও ওঠে। প্রিন্সিপালের বিরুদ্ধেও ওঠে শ্লোগান। বলা হয়, ‘ সুজয় ব্যানার্জিকে যারা চরিত্রহীন বলছে তাঁরা শিক্ষিত শয়তান। “

Post Comment