নিজস্ব প্রতিনিধি ,পাড়া :
আবারও পুরুলিয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। প্রায় একইসময়ে জেলার দুই আলাদা আলাদা কোক ফ্যাক্টরিতে আকস্মিক হানা দিল তদন্তকারী সংস্থা। আর্থিক দুর্নীতি, বেআইনি কয়লা সরবরাহ ও আর্থিক লেনদেন খতিয়ে দেখতেই এই অভিযান বলে সূত্রের খবর।
পাড়া থানার রঘুনাথপুর–সাঁওতালডিহি রোড সংলগ্ন দুবড়া এলাকার একটি কোক ইন্ডাস্ট্রিজে পৌঁছায় ইডির বিশেষ দল। তিনটি গাড়িতে সিআইএসএফ জওয়ান ও আধিকারিকদের কড়া নিরাপত্তা নিয়ে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে তল্লাশি শুরু করেন তারা। স্থানীয় সূত্রের দাবি, এই কারখানাটি ঝাড়খণ্ডের এক প্রভাবশালী কয়লা ব্যবসায়ীর মালিকানাধীন। কয়লা কাণ্ড ঘিরে আর্থিক লেনদেনে অনিয়ম ও সংশ্লিষ্ট নথির সন্ধানেই এ অভিযান।
ঠিক একই সময়ে রঘুনাথপুর– সাঁওতালডিহি রোডের রুকনি এলাকায় আরেকটি কোক ফ্যাক্টরিতে হানা দেয় ইডি। সূত্রের দাবি, এই কারখানাটি ঝাড়খণ্ডের পরিচিত কয়লা ব্যবসায়ী অনিল গোয়েলের। ফ্যাক্টরির অফিস ও স্টোরেজ ইউনিট ঘিরে সিআইএসএফ জওয়ানদের পাহারায় ইডি আধিকারিকরা নথিপত্র খতিয়ে দেখছেন। আর্থিক অনিয়ম, বেআইনি কয়লা মজুত বা সন্দেহজনক লেনদেনের তথ্য অনুসন্ধানই মূল লক্ষ্য।
একই জেলার দুই কোক ফ্যাক্টরিতে সমন্বিত হানাকে কয়লা কাণ্ডে বড় অগ্রগতি হিসেবেই দেখছে শিল্পমহল। এতে ব্যাপক জল্পনা–কল্পনা ছড়িয়েছে শিল্প ও ব্যবসায়িক মহলে।










Post Comment