insta logo
Loading ...
×

মমতার হাতে মহালয়াতেই শুরু দুর্গাপূজা, পুরুলিয়ায় ১৫

মমতার হাতে মহালয়াতেই শুরু দুর্গাপূজা, পুরুলিয়ায় ১৫

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক : বাজলো তোমার আলোর বেণু। মহালয়াতেই শুরু দুর্গাপূজা। সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলারও বেশ কিছু দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলার ১৫টি পুজো উদ্বোধন করছেন তিনি। অবশ্যই ভার্চুয়াল মাধ্যমে। পুজোগুলি ছড়িয়ে সদর থেকে মফস্বলে। মফস্বলের পুজোগুলির মধ্যে আছে আদ্রার বাঙালি সমিতি, বান্দোয়ানের সর্বজনীন পুরাতন দুর্গাপূজা, নিতুড়িয়া দুবেশ্বরী কোলিয়ারি সর্বজনীন, বলরামপুর হাটতলা সর্বজনীন, মানবাজার গ্রাম্য যোগাশ্রম, বরাবাজারের তুমড়াশোল সর্বজনীন, শ্রী শ্রী দুর্গা সংঘ রঘুনাথপুর ১, পুঞ্চার লাখরা সর্বজনীন, জয়পুর চটিপাড়া সর্বজনীন, ঝালদা ১ নং ব্লকের মাঠারি সর্বজনীন ও বাঘমুণ্ডির কুশলডি সর্বজনীন। পুরুলিয়া শহরের চারটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। এগুলি হলো তেলকল পাড়া ষোলআনা, জেলিয়াপাড়া ধীবর সমিতি, নর্থলেক রোড সর্বজনীন ও ধবঘাটা ষোলআনা।

Post Comment