insta logo
Loading ...
×

দুর্গাকে চ্যালেঞ্জ ছুঁড়ছেন ডুমারির সরস্বতীরা

দুর্গাকে চ্যালেঞ্জ ছুঁড়ছেন ডুমারির সরস্বতীরা

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

ছোট্ট গ্রামে বড়োজোর ৩০০ পরিবারের বাস। জনসংখ্যা হাজার দুয়েকও হবে কি না সন্দেহ। আর এই ডুমারি গ্রামে সরস্বতী পুজো তাক লাগিয়ে দিচ্ছে সকলকে। জাঁকজমকে দুর্গাপূজাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ছে ডুমারির সরস্বতীরা।
এই ছোট্ট গ্রাম জুড়ে হচ্ছে ১২টা সরস্বতী পুজো। আড়ম্বর আর জাঁকজমকে এ বলে আমায় দেখ, ও বলে আমায়।

পুরুলিয়া জেলার বলরামপুর থানার ডুমারি গ্রাম সরস্বতী পূজোকে ঘিরে হয়ে উঠেছে মাতোয়ারা। যেমন প্যান্ডেলের বাহার, তেমনই আলোকসজ্জা। মৃন্ময়ী প্রতিমার শিল্পকর্মও কম নয়। গ্রামের পুজো দেখতে হাজির স্বয়ং পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। তিনি মুগ্ধ হয়ে বলেন,” পুরুলিয়ার মধ্যে সরস্বতী পুজো এত জাঁকজমক করে আর কোথাও হয় না। পুরো গ্রামই যেন প্যান্ডেলে মুড়ে সাজানো হয়েছে।”

গ্রামের একটি পুজো আয়োজক কমিটির সদস্য জিতেন মন্ডল জানান, ” ১৯৭০ সালে এই গ্রামে প্রথম সরস্বতী পুজো হয়েছিল। পরে ধাপে ধাপে পুজোর সংখ্যা বাড়তে থাকে। তবে গত দেড় দশক ধরে বেড়েছে জাঁকজমক। এই পুজো দেখতে শুধু জেলার মানুষজন নন ঝাড়খন্ড থেকেও প্রচুর মানুষ আসেন। “

গ্রাম জুড়ে একে অপরের গা ঘেঁষা এক ডজন মন্ডপ। আর এটাই যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ডুমারির।পুজোকে ঘিরে মেলায় চলে
বিকিকিনি। বাগদেবীর আরাধনাকে ঘিরে বাণিজ্যও জমজমাট।

Post Comment