নিজস্ব প্রতিনিধি,আড়শা: শক্তিশালী হয়ে আসছে ঘূর্ণিঝড়’ ডানা’। আর এতেই সিঁন্দুরে মেঘ দেখছেন আড়শা ব্লকের চাষিরা। এই বছর ভালো আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে দেরিতে হলেও ধানের ফলন ভালো হয়েছে। তবে কাটার মতো পরিস্থিতি হয়নি। ধান পাকতে শুরু করায় কৃষকরা খামার খোলার কাজে হাত দিয়েছিল। কালিপুজার পর সোনার ফসল ঘরে তুলতো।এই পরিস্থিতিতে শীতের মুখে দুর্যোগের ভ্রূকুটিতে সিঁন্দুরে মেঘ দেখছেন এক ফসলী চাষিরা। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, ডানার ঝাঁপটা তেমন আড়শা ব্লকে পড়বে না।
আজ বৃষ্টিপাত না হলেও ,জেলাতে সকাল থেকে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। সূর্যের দেখা মেলেনি। হাওয়াতে অনেক জমিতে ধান পড়তে শুরু করেছে। ফলে চিন্তার ভাঁজ বাড়ছে চাষিদের। তাদের কথায়, গত বছরও ধানের ফলন ভালো হয়েছিল। কিন্তু কালি পুজার পর মিগজাউমের প্রভাবে ধান চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন চাষিরা। এবারেও একই পরিস্থিতি। তুম্বা-ঝালদা গ্রামের চাষি চিত্তরঞ্জন মাহাত জানান, এই সময় ঝড় বৃষ্টি হলে খুব ক্ষতি হয়ে যাবে।ধান গাছ পড়ে গেলেও বিস্তর ক্ষতি হবে। চিন্তায় রয়েছি।
জেলা প্রশাসন থেকে বিভিন্ন ব্লকের মতো আড়শা ব্লকেও কন্ট্রোল রুম করা হয়েছে। কন্ট্রোল রুমের নং- (৬৩৭১৩১৯৩০১/৮৩৭৩০৬৮৬৩৬)। জমিতে জল যাতে না দাঁড়ায়,সেই জন্য চাষিদের দ্রুত জল নিষ্কাশনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান আড়শা ব্লক সহকৃষি অধিকর্তা কৌশিক মাঝি। আপাতত নিন্মচাপ সরে গিয়ে কবে আকাশ পরিষ্কার হবে সেই দিকেই তাকিয়ে আড়শা ব্লকের ধান চাষিরা।
Post Comment