insta logo
Loading ...
×

রোলিং ব্লকের জের, ৩০ জুন থেকে ৬ জুলাই আদ্রা ডিভিশনে ট্রেন চলাচলে প্রভাব

রোলিং ব্লকের জের, ৩০ জুন থেকে ৬ জুলাই আদ্রা ডিভিশনে ট্রেন চলাচলে প্রভাব

নিজস্ব প্রতিনিধি, আদ্রা:

রেলিং ব্লকের কাজ শুরু হওয়ায় আদ্রা ডিভিশনে
এক সপ্তাহ ট্রেন চলাচলে প্রভাব পড়বে। দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে রেল পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের লক্ষ্যে ইঞ্জিনিয়ারিং, টি.আর.ডি. এবং এস.অ্যান্ড.টি. বিভাগের যৌথ উদ্যোগে রোলিং ব্লক কার্যক্রম শুরু হচ্ছে। এই কর্মসূচি আগামী ৩০ জুন সোমবার থেকে ৬ জুলাই রবিবার ২০২৫ পর্যন্ত চলবে। বিভাগীয় রেল ব্যবস্থাপক, আদ্রা অনুমোদিত এই ব্লকের ফলে একাধিক ট্রেনের চলাচলে প্রভাব পড়বে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

বাতিল ট্রেনের তালিকা:

৬৮০৪৬/৬৮০৪৫ (আসানসোল–আদ্রা–আসানসোল মেমু প্যাসেঞ্জার):
বাতিল থাকবে ৩০.০৬.২০২৫, ০১.০৭.২০২৫, ০৩.০৭.২০২৫ ও ০৫.০৭.২০২৫ তারিখে।

১৮০১৯/১৮০২০ (ঝাড়গ্রাম–ধনবাদ–ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস):
বাতিল থাকবে ৩০.০৬.২০২৫ ও ০২.০৭.২০২৫ তারিখে।

আংশিক বাতিল/আংশিক চলাচল:

৬৮০৫৬/৬৮০৬০ (টাটানগর–আসানসোল–বারাভূম মেমু):
৩০.০৬.২০২৫, ০১.০৭.২০২৫, ০৩.০৭.২০২৫ ও ০৫.০৭.২০২৫ তারিখে এই ট্রেন আদ্রা স্টেশনে শুরু ও শেষ হবে। আদ্রা–আসানসোল অংশে পরিষেবা স্থগিত থাকবে।

৬৮০৭৯/৬৮০৮০ (ভোজুডিহ–চন্দ্রপুরা মেমু):
৩০.০৬.২০২৫ ও ০৪.০৭.২০২৫ তারিখে মহুড়া স্টেশন থেকে শুরু ও শেষ হবে। মহুড়া–চন্দ্রপুরা সেকশনে চলাচল বন্ধ থাকবে।

পুনঃনির্ধারিত ট্রেন:

১৮০৩৫ (খড়গপুর–হাটিয়া এক্সপ্রেস):
৩০.০৬.২০২৫, ০৩.০৭.২০২৫, ০৪.০৭.২০২৫ ও ০৬.০৭.২০২৫ তারিখে খড়গপুর থেকে ২ ঘণ্টা বিলম্বে ছাড়বে।

১৮০৩৬ (হাটিয়া–খড়গপুর এক্সপ্রেস):
০১.০৭.২০২৫ ও ০৫.০৭.২০২৫ তারিখে হাটিয়া থেকে ২ ঘণ্টা বিলম্বে ছাড়বে।

নিয়ন্ত্রিত ট্রেন:

১২৮০২ (নয়াদিল্লি–পুরী এক্সপ্রেস):
৩০.০৬.২০২৫, ০২.০৭.২০২৫ ও ০৫.০৭.২০২৫ তারিখে বোকারো স্টিল সিটি পার হওয়ার সময় প্রায় ৩০ মিনিট থামিয়ে রাখা হবে।

১৮১৮৪ (বক্সার–টাটানগর এক্সপ্রেস):
৩০.০৬.২০২৫ ও ০৩.০৭.২০২৫ তারিখে প্রায় ৬০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে চলাচলের পথে।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ করেছে যে, নির্দিষ্ট যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি যাচাই করে নিতে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের সহযোগিতার আবেদন জানিয়েছে।

Post Comment