insta logo
Loading ...

সকাল থেকেই দুবেশ্বরি কোলিয়ারির গেটে অবস্থান কর্মসূচি

সকাল থেকেই দুবেশ্বরি কোলিয়ারির গেটে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

দুবেশ্বরি কোলিয়ারিকে বেসরকারিকরণের হাত থেকে বাঁচাতে মঙ্গলবার সকাল থেকেই অবস্থান শুরু করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকাল সাড়ে ৮ থেকেই এই কোলিয়ারির গেটে কর্মরত শ্রমিক, জমিহারা, কোলিয়ারির ওপর নির্ভরশীল বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা ওই অবস্থান বিক্ষোভে অংশ নেন। কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী আজ মঙ্গলবার ১ অক্টোবর থেকেই এই কোলিয়ারি আর সরকারের হাতে মালিকানা থাকবে না। কেন্দ্রের এই চক্রান্ত রুখতেই সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এদিন বিভিন্ন শ্রমিক সংগঠন কোলিয়ারি এলাকায় মিছিল করে গেটের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। সোমবারও মিছিল হয়। গেটের সামনে হয় অবস্থান বিক্ষোভ। স্থানীয় তৃণমূল নেতা তথা নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, “এই কোলিয়ারিকে বেসরকারিকরণ থেকে রুখতেই হবে। সেই কারণেই আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।”

Post Comment