insta logo
Loading ...
×

৫ দিন পরেই কি দুবেশ্বরী কোলিয়ারি বেসরকারিকরণের পথে?

৫ দিন পরেই কি দুবেশ্বরী কোলিয়ারি বেসরকারিকরণের পথে?

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া: আর কি ৫ দিন পরেই নিতুড়িয়ার দুবেশ্বরী কোলিয়ারি বেসরকারিকরণ হয়ে যাবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ওই খনি এলাকায়। আসলে ওই কোলিয়ারিতে আপাতত যা কয়লা মজুত আছে তাতে আর ৫ দিন কাজ হতে পারে। আন্দোলনরত শ্রমিকদেরকে ওই কোলিয়ারি কর্তৃপক্ষ শুক্রবার এমন কথাই বলেছে।
তবে উঠে এসেছে একটি চমকপ্রদ তথ্য। ওই কোলিয়ারি এলাকায় ৫০ হাজার টন কয়লার বন্দোবস্ত আছে। তাতে অনুমোদন দিলে নিশ্চিন্তে আরও ৩ বছর এই খনি চলবে। কিন্তু অনুমোদন মিলবে কি? এই বিষয়ে কোলিয়ারি কর্তৃপক্ষ কোন কথাই বলতে চাইছে না। শ্রমিক আন্দোলনের নেতৃত্বে থাকা নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, ” এই কয়লা খনিকে বেসরকারিকরণের হাত থেকে রুখতে আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে। আমাদের পাশে বাঁকুড়ার সাংসদ রয়েছেন। তিনি সমস্ত বিষয়টি দেখছেন।”

শুক্রবারও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী সহ ওই কোলিয়ারিতে কর্মরত শ্রমিক এবং জমিহারা পরিবারের সদস্যরা মিছিল করে কোলিয়ারির গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন। খনি বাঁচাতে চলে স্লোগানও। এদিন শ্রমিকরা তাদের বিভিন্ন সংগঠনের পতাকা নিয়ে মিছিল করেন।

Post Comment